মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন ফিচার আনছে ফেইসবুক

নিউজ ও ইভেন্ট
image_pdfimage_print

মেসেজিং অ্যাপ সুটে নতুন নতুন ফিচার আনছে ফেইসবুক। এরকমই এক ফিচারের মাধ্যমে- সম্প্রতি যে ব্যক্তিকে মেসেজ পাঠানো হয়েছে, তিনি পরে আর ওই ডিএম দেখেছেন কি না তা শুধু নিজের ইনস্টাগ্রাম ইনবক্সের দিকে তাকালেই জানা যাবে।

মেসেঞ্জারেও কার্যকরী একটি ফিচার আসছে। একবার সোয়াইপ করেই যাতে পুরোনো আলাপচারিতা আর্কাইভ করে রাখা যায়, সে ব্যবস্থা করে দিচ্ছে ফেইসবুক। এ ছাড়াও চ্যাটিং উইন্ডোতে থাকা পুরোনো কোনো কিছু আর সার্চ অপশনের সাহায্যে খুঁজতে হবে না। প্রোফাইল ছবিতে ক্লিক করেই এক মেনু আইটেমের সাহায্যে খুঁজে বের করা যাবে।

ক্লাবহাউস আসার পর থেকেই অডিও সংশ্লিষ্ট ফিচারের আগ্রহী হয়ে উঠেছে ফেইসবুক। এবারের নতুন ফিচারেও সে আগ্রহের ছাপ রয়েছে। মেসেঞ্জারে কোনো বন্ধুকে বার্তা পাঠানোর সময় আর রেকর্ড বাটন চাপতে হবে না, শুধু মাইক চাপলেই চলবে। ইনস্টাগ্রামেও ফিচারটি আসছে বলে জানিয়েছে ফেইসবুক।

অন্যদিকে, ইনস্টাগ্রামের আইওএস অ্যাপ ব্যবহারকারীরা এখন নিজস্ব ছবি বা ক্লিপ দিয়ে কোনো ছবি বা ভিডিওতে জবাব দিতে পারবেন। আগামীতে অ্যান্ড্রয়েডেও আসবে সুবিধাটি।

এগুলো ছাড়াও মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন দুটি চ্যাট থিম এসেছে। একটি স্টার ওয়ার্স ভক্তদের জন্য, অন্যটি নেটফ্লিক্সের সেলেন কেইন্টানিলা বায়োপিকের সঙ্গে সম্পৃক্ত। দুটিতেই ‘লাইট’ এবং ‘ডার্ক’ মোড রয়েছে। সেটিংসে গিয়ে এটি বদলে নেওয়া যাবে।

Your Online Business Partner.

ডোমেইন রেজিঃ করুন মাত্র ৪৯ টাকায়…

.com, .net, .org, .me, .media, domains, .computer, .digital, .ltd, .school, .university, .clinic, .tv, xyz, .help সহ আরো প্রায় ১৫০০ নতুন ডোমেইন পাওয়া যাচ্ছে । স্বল্প মূল্যে আপনার পছন্দের ডোমেইনটি রেজিঃ করার এখনই সুবর্ণ সুযোগ। ৳ ৪৯ টাকার অফারটি শুধুমাত্র ১ম বছরের জন্য ও  বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানি , এনজিও , ফাউন্ডেশন, সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে প্রযোজ্য।

আমরা যে সকল ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকিঃ

✪ কোম্পানীর ওয়েবসাইট                                                            ✪ মুদির দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪ নিউজ পেপার ওয়েবসাইট                                                        ✪ ট্র্যাভেল এজেন্সি উইথ প্যাকেজ বুকিং সফটওয়্যার

✪  ফ্যাশন হাউসের ওয়েবসাইট                                                    ✪ পয়েন্ট অফ সেল, টিকেট বুকিং সফটওয়্যার

✪  ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট                                                  ✪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজ্ম ওয়েবসাইট                                         ✪ ব্লাড ডোনেসন ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  বিউটি পার্লার এবং জিমের ওয়েবসাইট                                      ✪ ইনভেন্টরী এন্ড স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট                                    ✪  গার্মেন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট

আরো জানতে ও সেবা পেতে এখুনি রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

আকর্ষণীয় কমিশনে রিসেলার ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

সমাহার সফট

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samaharsoft.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *